চকরিয়ায় সিএনজি-লরির মুখোমুখি সংঘর্ষ, মা-মেয়ে নিহত
- রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)
- ২৪ আগস্ট ২০২৩, ১৯:১৫
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমতলী এলাকায় সিএনজি-লরির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছে। এ সময় আরো চারজন আহত হয়েছ। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মায়ের নাম রোকেয়া বেগম (৫৫) ও মেয়ের নাম জোছনা আক্তার (২২)। রোকেয়া বেগম পেকুয়া উপজেলার মাগনামার আবদুস সালামের স্ত্রী। আর জোছনা তাদের মেয়ে।
আহতরা হলেন হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভাঙ্গারিয়া ঢেপা এলাকার দুদু মিয়া (৪৭), শাহীন আক্তার, সিএনজিচালক মোহাম্মদ আরিফ ও রাবেয়া বেগম (৪০)। তাদের মধ্যে দুদু মিয়ার (৪৭) অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাগনামা থেকে গর্ভবর্তী মেয়ে জোছনাকে নিয়ে সিএনজিযোগে চকরিয়া হাসপাতালে যাচ্ছিলেন মা রোকেয়া বেগম। এ সময় বিপরীত দিক থেকে আসা লরির সাথে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি লরির নিচে চাপা পড়ে যায়। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে যাত্রীদের উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মা রোকেয়া বেগম ও তার গর্ভবর্তী মেয়ে জোৎসনা আক্তারকে মৃত ঘোষণা করেন।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে। গাড়ি দু’টিকে আটক করা হয়েছে।