১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

মিরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল নসিমনচালকের

মিরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল নসিমনচালকের - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে বাসের ধাক্কায় দুমড়ে-মুছড়ে গেছে নসিমন। এ সময় নিহত হয়েছেন নসিমনের চালক চান মিয়া (২০)।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আরশিনগর ফিউচার পার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চান মিয়া উপজেলার মিঠাছড়া বাজারের পরিচ্ছন্নতা-কর্মী ও বিশ্ব দরবার এলাকার বাসিন্দা মো: দেলোয়ার হোসেনের ছেলে।

জানা গেছে, মিঠাছড়া বাজারের ফারুক মিয়ার শীতলপাটি বোঝাই করে চিনকী আস্তানা যাচ্ছিল চান মিয়া। সোনাপাহাড় আরশি নগর পার্ক এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি বাস ধাক্কা দিলে চান মিয়া নসিমন থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আশঙ্কাজনক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার বলেন, বৃহস্পতিবার সকালে বাসের ধাক্কায় চান মিয়া নামের এক নসিমনচালক নিহত হয়েছেন। পরিবারের অনুরোধে লাশের ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement