মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
- সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
- ১৮ জুন ২০২৩, ১৩:২৯, আপডেট: ১৮ জুন ২০২৩, ১৪:২৭
চট্টগ্রামের সাতকানিয়ায় বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর মো: আরাফাত (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।
রোববার (১৮ জুন) সকাল ৮টার দিকে ঘটনাস্থলের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আরফাত উপজেলার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাইজপাড়ার তুফানি বড়বাড়ির সোনা মিয়ার ছেলে।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ুন কারনায়েন বিষয়টি নিশ্চিত করেন।
আরাফাতের বড় ভাই নাছির মিয়া জানান, শনিবার বিকেলে মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে যান আরাফাত। এ সময় তার (আরাফাত) সাথে থাকা তার চাচাতো ভাই শহীদ চিৎকার শুরু করলে এলাকার লোকজন ছুটে এসে পানিতে নেমে অনেক খোঁজাখুঁজি করে। খোঁজাখুঁজির একপর্যায়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি দল ঘটনাস্থলে এসে প্রায় তিনঘণ্টা উদ্ধার অভিযান চালালেও তাকে উদ্ধার করতে পারেনি।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ুন কারনায়েন জানান, বিকেলে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। একপর্যায়ে রাতে অভিযান স্থগিত রাখি। পরে রোববার ভোরে চট্টগ্রাম থেকে ডুবুরিদল ঘটনাস্থলে এসে তাকে উদ্ধারের জন্য অভিযান শুরু করে। একপর্যায়ে লাশ উদ্ধার করতে সক্ষম হয় তারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা