৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`

নাঙ্গলকোটে রেল ক্রসিং নির্মাণের দাবিতে মানববন্ধন

নাঙ্গলকোটে রেল ক্রসিং নির্মাণের দাবিতে মানববন্ধন। - ছবি : নয়া দিগন্ত

ঢাকা-চট্রগ্রাম রেল লাইনের কুমিল্লার নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের গোমকোট বাজার সংলগ্ন জনবহুল রেল পিলার নম্বর ১১৩/৫ ও ১১৩/৬-এর মধ্যবর্তী রেল ক্রসিংয়ে রেল গেট নির্মাণের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (৪ জুন) সকালে গোমকোট বাজার সংলগ্ন ঢাকা-চট্রগ্রাম রেল লাইনের দু‘পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মৌকরা ইউপি চেয়ারম্যান এম সাইফ উদ্দীন আলমগীর, সাবেক ইউপি সদস্য মফিজুল ইসলাম, ইউপি সদস্য লোকমান হায়দার, প্রধান শিক্ষক শাহজাহান, গোমকোট বাজারের ব্যবসায়ী আবদুর রহিম, আবদুল হালিম, মাসুদ রানা, সৌরভ হোসেন, আনিছুল হক, ওয়াসিম মজুমদার, সোহাগ, ইদ্রিস মিয়া, শিক্ষার্থী ফারজানা আক্তার প্রিয়া প্রমুখ।

বক্তারা বলেন, উপজেলার মৌকরা ইউনিয়নের গোমকোট বাজার সংলগ্ন জনবহুল সড়কের অরক্ষিত রেল ক্রসিং দিয়ে ময়ুরা উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌকরা দারুচ্ছুন্নাত নেছারিয়া কামিল মাদরাসা, এ বি ছিদ্দিক কিন্ডারগার্টেন, গোমকোট বালিকা মাদরাসার শিক্ষার্থীগণ, গোমকোট বাজার ব্যবসায়ী, গোমকোট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও মৌকরা ইউনিয়ন পরিষদে আগত হাজার হাজার লোকজন এবং যানবাহন ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত যাতায়াত করেন। ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে প্রাণহানির আশঙ্কা রয়েছে। তাই জরুরি ভিত্তিতে ওই স্থানে একটি গেট নির্মাণ করে গেটম্যান প্রদানের দাবি জানান তারা।


আরো সংবাদ



premium cement