নাঙ্গলকোটে জামায়াতের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
- নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
- ২৪ মার্চ ২০২৩, ১২:৪৯
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার সকালে স্থানীয় এক মিলনায়তনে বক্সগঞ্জ ইউনিয়ন শাখার আয়োজনে এ ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ইফতার সামগ্রী বিতরণ ও আলোচনা অনুষ্ঠানে বক্সগঞ্জ ইউনিয়ন সভাপতি আবুল খায়ের ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাছান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বক্সগঞ্জ ইউনিয়ন সেক্রেটারি মাস্টার সাইদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউনিয়ন সহ-সেক্রেটারি শামছু উদ্দিন, ওয়ার্ড সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লা, ওয়ার্ড সেক্রেটারি শেখ ফরিদ, ইউনিয়ন যুব ফোরাম সভাপতি নাছির উদ্দিন লিটন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জামায়াত নেতা মহিন উদ্দিন সোহাগ, আবুল কালাম, সৌদি প্রবাসী হাবিবুর রহমান ভূঁইয়া, হাছানুজ্জামান তৌহিদ, মোহাম্মদ কামাল হোসেন প্রমুখ।