০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে হলের ছাদ থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

- ছবি - নয়া দিগন্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আবসিক হলের ছাদ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার রাত ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল আবাসিক হলের ছাদে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।

নিহত শিক্ষার্থীর নাম আপরশি মারমা (২১)। তিনি সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। গ্রামের বাড়ি বান্দরবান জেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের আবদুস সালাম হলের ২১২ নম্বর রুমে বসবাস করত।

সুধারাম থানার উপপরিদর্শক (এএসআই) মো: নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এক শিক্ষার্থী জানায়, গতরাত ১১টার দিকে মারমার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সে হলে রাতের খাবার খেতে যায়। সেখানে বন্ধুবান্ধব ও বড় ভাইদের তাকে হাসিখুশি দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো: ইকবাল হোসেন সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, রাতে ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেই। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এএসআই মো: নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে তাৎক্ষণিক ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান গ্রেফতার সাভারে দাফন করা ব্যক্তিই হারিছ চৌধুরী তদন্ত প্রতিবেদনসহ আমু-কামরুলকে ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেশের ৬৯ কারাগারের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ১৭ : কারা মহাপরিদর্শক আমরা হিন্দু-মুসলমান একসাথে লড়াই করে দিল্লির দাসত্বকে খান খান করে দেবো : রিজভী আজমির শরিফ : খাজা মইনুদ্দিন চিশতির দরগাহের ইতিহাস জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও আমেরিকার বাকবিতণ্ডা ‘শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে’ পুলিশের ওপর হামলার মামলায় ১২ আসামির রিমান্ড মঞ্জুর দেনার দায়ে শক্ত অবস্থান হারাচ্ছে যুক্তরাষ্ট্র? বাংলাদেশ কঠিন সময় পার করছে : প্রধান উপদেষ্টা

সকল