০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে হলের ছাদ থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

- ছবি - নয়া দিগন্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আবসিক হলের ছাদ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার রাত ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল আবাসিক হলের ছাদে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।

নিহত শিক্ষার্থীর নাম আপরশি মারমা (২১)। তিনি সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। গ্রামের বাড়ি বান্দরবান জেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের আবদুস সালাম হলের ২১২ নম্বর রুমে বসবাস করত।

সুধারাম থানার উপপরিদর্শক (এএসআই) মো: নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এক শিক্ষার্থী জানায়, গতরাত ১১টার দিকে মারমার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সে হলে রাতের খাবার খেতে যায়। সেখানে বন্ধুবান্ধব ও বড় ভাইদের তাকে হাসিখুশি দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো: ইকবাল হোসেন সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, রাতে ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেই। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এএসআই মো: নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে তাৎক্ষণিক ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল