১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

নবীনগরে নৌকা ডুবিতে মৃত্যু ২ নিখোঁজ ১

-

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর তিতাস নদীতে নৌকা ডুবিতে দু’জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন একজন। বুধবার (১ মার্চ) বিকেলে নবীনগর পৌরএলাকার মনতলা গ্রামে এ ঘটনাটি ঘটে।

মৃতরা হলেন মির্জাচর গ্রামের ফারুক মিয়ার ছেলে হাফেজ মাহমুদুল্লাহ (২২)। নবীনগর উপজেলার বড়াইল গ্রামের প্রহলাহের মেয়ে রাত্রি চৌধুরী (১৫)। মাহমুদুল্লাহ একটি মসজিদে ইমামতি করতেন। আর রাত্রি বড়াইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও যাত্রীরা জানান, দুপুরে ২০-২৫ জন যাত্রী নিয়ে নবীনগর থেকে একটি নৌকা পাশের নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাঁশগাড়ি গ্রামে যাচ্ছিল। মনতলা ও সীতারমপুর গ্রামের পাশে তিতাস নদীতে নব-নির্মিত ব্রিজের নিচে দিয়ে যাওয়ার সময় ব্রিজের পিলারের সাথে ধাক্কায় নৌকাটি তলিয়ে যায়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে এসে উদ্ধার কাজে যোগ দেয়। নৌকাটিসহ পানির নিচ থেকে দু’জনকে উদ্ধার করে নবীনগর সরকারি হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। আরো একজন নিখোঁজ রয়েছে বলে ধারণা করছে নৌকার যাত্রীরা।

নবীনগর থানার ওসি (তদন্ত) সোহেল মিয়া বলেন, নৌকা ডুবির ঘটনায় দু’জন মারা গেছে। উদ্ধার অভিযান কিছুক্ষণ আগে শেষ হয়েছে। নৌকাটি ব্রিজের পিলারের সাথে ধাক্কা খেয়ে ডুবে যায়। সন্ধ্যা ৬টায় রির্পোট লেখা আগ পর্যন্ত আর কোনো লাশ উদ্ধারের সংবাদ পাওয়া যায়নি।


আরো সংবাদ



premium cement