নোয়াখালীতে সাঁতার শিখতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু
- নোয়াখালী অফিস
- ১৮ আগস্ট ২০২২, ২২:৫১
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরে সাঁতার শিখতে গিয়ে প্রীতম সূত্রধর (১৪) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রের পুকুরে ডুবে মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
প্রীতম বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বসুরহাট এএইচসি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বন্ধুদের নিয়ে বিদ্যালয়ের পুকুরে নামে প্রীতম। এ সময় পুকুরের উত্তর পাশে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে যায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বসুরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বসুরহাট এএইচসি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ধনেশ্বর মজুমদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা