ফেনীতে স্কুলের পাশের জঙ্গল থেকে শিশুর লাশ উদ্ধার
- ফেনী অফিস
- ২৫ জুন ২০২২, ২১:৩৬
ফেনীর দাগনভূঞা উপজেলায় স্কুলের পাশের জঙ্গল থেকে মিফতাহুল মালিহা আফরা (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন তিনজনকে আটক করে।
আফরা উপজেলার জায়লস্কর ইউনিয়নের নেয়াজপুর গ্রামের বক্সওয়ালী ভূঁঞা বাড়ির ওসমান গনির মেয়ে। সে স্থানীয় নেয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার ক্লাসের সময় পানি পানের জন্য বেরিয়ে নিখোঁজ হয় আফরা। পরে অনেক খোঁজাখুজির পর স্কুলের পেছনে কবরস্থানের ঝোপের মধ্যে গাছের সাথে লতা পেঁচানো অবস্থায় পাওয়া যায় আফরার লাশ। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিআইডি, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়।
নিহতের মা আমাতুর রহিম জানান, প্রতি দিনের মতো সকালে স্কুলে যায় আফরা। স্কুল ছুটির পরও বাড়ি না ফিরলে বিভিন্ন জায়গায় খুঁজেন। কোথাও না পেয়ে মসজিদের মাইকে ঘোষণা করা হয়।
স্কুলের প্রধান শিক্ষক মো: আবদুর রহিম জানান, সাড়ে ১১টার দিকে আফরা বাড়ি থেকে খেয়ে আসার কথা বলে বের হয়। পরে তার লাশ পাওয়া যায় স্কুলের পাশের জঙ্গলে। পুলিশকে খবর দেয়া হলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাসান ইমাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রির্পোট হাতে পেলে ঘটনার মূল কারণ জানা যাবে। তবুও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।
দাগনভূঞা-সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: মাশকুর রহমান জানান, পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের রিপোর্টে পুরো ঘটনা নিশ্চিত হওয়া যাবে। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্কুলের পিয়ন ইমু, স্থানীয় স্বপনসহ তিনজনকে থানায় নেয়া হয়েছে।
এদিকে দু’সন্তানের মধ্যে বড় মেয়ে আফরাকে হারিয়ে বাকরুদ্ধ তার মা-বাবা ও স্বজনরা। এলাকাবাসীর মধ্যেও শোক ও ক্ষোভ বিরাজ করছে। তারা সুষ্ঠু তদন্তসাপেক্ষে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করেন।
জায়লস্কর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন জানান, এটি খুবই দুঃখজনক। এমন ঘটনা মেনে নেয়া যায় না। অপরাধী যেই হোক তার উপযুক্ত শাস্তি দাবি করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা