১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু। - ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত একজনের (৪০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মো: মিনহাজ (১১) নামে এক কিশোর।

শনিবার বেলা সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের বারইয়ারহাট পৌরসভার ক্রসিং এলাকায় এ দুর্ঘটনার শিকার হন তারা।

আহত মিনহাজ উপজেলার বারইয়ারহাট পৌরসভার মো: মেশকাতের ছেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সীতাকুণ্ড রেলওয়ে (জিআরপি) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম বলেন, বারইয়ারহাট ক্রসিংয়ের আপলাইন এলাকায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। তার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। এবং আহত কিশোরের অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।


আরো সংবাদ



premium cement