১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত - ছবি : নয়া দিগন্ত

কুমিল্লার নাঙ্গলকোটে শাহআলী সুপার সার্ভিস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে হারেস মিয়া (৫০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হাসানপুর-বাঙ্গড্ডা-বাগমারা-কুমিল্লা সড়কের মৌকরা ইউনিয়নের বিরুলীয়ায় এ ঘটনা ঘটে।

এ সময় বাসচালক এবং তার সহকারিসহ অন্তঃত তিনজন আহত হয়েছেন।

নিহত হারেস মিয়া উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের রায়কোট মধ্যম পাড়া গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।

স্থানীয় বিরুলী গ্রামের স্বপন জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে হাসানপুর থেকে কুমিল্লাগামী শাহ আলী সুপার সার্ভিসের বাসটি বিরুলীয়ায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এ সময় আমরা কয়েকজন চা দোকানে বসা ছিলাম। দ্রুত গিয়ে বাসচালক এবং তার সহকারিসহ তিনজনকে বাস থেকে উদ্ধার করি।

বাসচালক এবং তার সহকারী জানান, আমরা তিন যাত্রী নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কিছুক্ষণ পর বাসচালক এবং তার সহকারী পালিয়ে যায়।

থানা পুলিশ দুপুর প্রায় ১২টার দিকে ঘটনাস্থলে এসে পুকুর থেকে মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেন।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) ফারুক হোসেন, দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।


আরো সংবাদ



premium cement