কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১
- কুমিল্লা সংবাদদাতা
- ১৭ মে ২০২২, ১৯:১৩
কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় মিজানুর রহমান (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে মোঃ নূর নবী।
মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজান উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামের মৃত আলী আহাম্মেদের ছেলে।
দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ কাউছার।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার মিজান ও তার ছেলে নূর নবী ভ্যানগাড়িযোগে মহাসড়কের পূর্বপাশের রাইস মিলে ধান ভাঙাতে যাচ্ছিলেন। তারা মহাসড়কের মাঝখানে গেলে ঢাকামুখী একটি কাভার্ডভ্যান তাদের ভ্যানকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মিজানের মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিজানের ছেলে নূর নবীকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
উপ-পরিদর্শক মোঃ কাউছার বলেন, নিহতের লাশ পুলিশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা