চট্টগ্রামে কলেজছাত্রের আত্মহত্যা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ এপ্রিল ২০২২, ১৬:৪৯
চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার পকেট গেট এলাকায় গলায় ফাঁস দিয়ে সাগর মজুমদার (১৮) নামে এক যুবকের আত্মহত্যার কথা জানা গেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত সাগর একই এলাকার নয়ন মজুমদারের ছেলে এবং নগরীর ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাগরের স্বপ্ন ছিল সে একদিন বড় ক্রিকেটার হবেন। কিন্তু তার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ, পরিবারের অভাব-অনটন নিত্যদিনের সঙ্গী হওয়ায় তা দুঃস্বপ্নে পরিণত হয়। সেটা মানতে পারছিল না একাদশ শ্রেণীর ছাত্র সাগর। পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে বৃহস্পতিবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সাগর।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সাদেকুর রহমান বলেন, গতকাল রাত ১১টার সময় সাগর নামে এক ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য সাগরের লাশ চমেক মর্গে রাখা হয়েছে।
সূত্র : ইউএনবি