২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

চাটখিলে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চাটখিলে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান -

নোয়াখালীর চাটখিলে যানজট নিরসনের লক্ষ্যে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালতি হয়। অভিযান পরিচালনা করেন চাটখিল উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মোসা। এ সময় চাটখিল বাজারে ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তার নির্দেশে পুলিশ ও আনচার সদস্যরা ফুটপাত দখলমুক্ত করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে চাটখিল বাজারের নাজমু কসমেটিকসয়ের ভবন মালিক শফিক উল্যাহ ফুটপাত দখল করে দোতলার সিঁড়ি দেয়ার দায়ে সিঁড়ি উচ্ছেদ ও ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসা সোমবার উপজেলার বদলকোট গ্রামে একটি বাল্যবিবাহ বন্ধ ও বাল্যবিবাহ দমন আইনে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং মঙ্গলবার সকালে চাটখিল পৌর শহরের ভীমপুরে একটি বাল্যবিবাহ মুচলেকা আদায় করে বন্ধ করেন।


আরো সংবাদ



premium cement