১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কুমিল্লায় টাকা না পেয়ে প্রেমিকাকে হত্যা, যুবক কারাগারে

কুমিল্লায় টাকা না পেয়ে প্রেমিকাকে হত্যা, যুবক কারাগারে - ছবি : নয়া দিগন্ত

কুমিল্লায় টাকা না পেয়ে এক নারীকে হত্যার ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেফতারকৃত যুবকরা হলেন, দাউদকান্দি উপজেলার বড়কোট ভূঁইয়াবাড়ির শহীদুল্লাহ ভূইয়ার ছেলে মাইক্রোবাস চালক আবদুল্লাহ আনসারী মুন্না ও আদর্শ সদর উপজেলার দুর্গাপুর এলাকার মো: মোস্তফার ছেলে দ্বীন ইসলাম দীনু।

বুধবার সংবাদ সম্মেলনে সিআইডি কুমিল্লার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ২০২০ সালের ২৩ ডিসেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রামপুর পল্লী বিদ্যুৎ অফিসের পাশে ঝোপে বেডশিটে মোড়ানো এক নারীর লাশ উদ্ধার করে সদর দক্ষিণ থানা পুলিশ। এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্ত ভার ন্যস্ত হয় সিআইডির কাছে। প্রযুক্তির ব্যবহার করে চলতি বছরের ১৭ ডিসেম্বর দুই যুবককে গ্রেফতার করে সিআইডি। আদালতের কাছে তারা হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করে।

জবানবন্দিতে আটক যুবক দীনু জানায়, সে সেনানিবাস এলাকার নিশ্চিন্তপুরে একটি হোটেলে বয়ের কাজ করতো। সেখানে নাজমা নামের ওই নারীর সাথে তার সম্পর্ক হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত হয়। তার আগে নাজমা বলেন, তার কাছে ৬০ হাজার টাকা আছে। ওই টাকা হাতিয়ে নেয়ার লোভে টাকা নিয়ে আসার জন্য নাজমাকে চাপ দেয় দীনু। পরিকল্পনা অনুযায়ী গত বছরের ২৩ ডিসেম্বর দীনু একটি মাইক্রোবাস ভাড়া করে চট্টগ্রামে যাওয়ার কথা বলেন। এ সময় কুমিল্লা সুয়াগাজী এলাকায় এসে দীনু নাজমাকে জিজ্ঞেস করে টাকা এনেছে কি না। নাজমা জানায় তার কাছে ১৫ হাজার টাকা আছে। বাকি ৪৫ হাজার টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে নাজমার গলায় ওড়না দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে দীনু। পরে লাশটি ঝোপের মাঝে ফেলে পালিয়ে যায় সে। স্বীকারোক্তি শেষে কুমিল্লা ৯ নম্বর আমলি আদালতের বিচারক বেগম শারমিন রীমা ওই দুই যুবককে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।


আরো সংবাদ



premium cement
জনগণের সমর্থন ধরে রাখতে প্রয়োজন ‘দ্রুত সাফল্য’ ম্যাচ সেরা হয়েও দলে নেই এজাজ, সিরিজ সেরা হয়েও একাদশ অনিশ্চিত ইয়ংয়ের ক্ষমতা গ্রহণের পর শুরুতেই যেসব কাজ করবেন ট্রাম্প আইন মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে গৃহীত কার্যক্রম দুই ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয় সরকার ব্যাংকিং খাতের সংস্কারে অগ্রগতি করছে : অর্থ উপদেষ্টা কুষ্টিয়া ষ্টেডিয়ামের নাম ‘শহীদ আবরার ফাহাদ ষ্টেডিয়াম’ সরকারি নির্মাণে পোড়া ইট ব্যবহার ২০২৫ সাল নাগাদ বন্ধ হবে : রিজওয়ানা হাসান ‘আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল’ দূষিত শহরের তালিকায় ঢাকার অবনতি ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের

সকল