২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চট্টগ্রামের ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

- ছবি - সংগৃহীত

চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-পরিচালক মোঃ আনিসুর রহমান এ খবর নিশ্চিত করেন।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা জানা যায়নি।

আনিসুর রহমান জানান, আজ ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। ছয়টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় সকাল সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখানে পাশাপাশি ১০টি গোডাউন ছিল। সবগুলোই ঝুট গোদাম হিসেবে ব্যবহার করা হত। এর মধ্যে চারটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবন কর্তৃপক্ষের আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না। দূর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে হয়েছে।

তিনি জানান, ঝুটের গুদাম হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। একদিকে আগুন নেভানো হলে আরেকদিকে আগুন দেখা গেছে। এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে ডাম্পিং শেষ করতে কিছুটা সময় লাগবে।

তবে আগুন কীভাবে লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা তদন্ত করে জানানো হবে বলেও জানান মোঃ আনিসুর রহমান।


আরো সংবাদ



premium cement