নির্বাচনে সহিংসতার পরিকল্পনা, ২টি মাইক্রোসহ ২৩ যুবক আটক
- মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস
- ২৮ নভেম্বর ২০২১, ১০:৩১
নোয়াখালীর সেনবাগ উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে দুটি মাইক্রোবাসসহ ২১ যুবককে আটক করেছে। পুলিশ জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা সৃষ্টির লক্ষ্যে তারা জড়ো হন।
গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের দিলদার মার্কেট থেকে সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি ইকবাল হোসেন পাটোয়ারী ও হাতিয়া থানার ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স তাদের আটক করেন।
গ্রেফতারকৃতরা হলেন জাবেদ (১৯), নুর মোহাম্মদ সুজন (২৫), মুরাদ (১৯), আলী আহসান (২৩), তানজিদ (২২), রাসেল (১৭), বেলাল (১৯), সাইফুল্লাহ (১৯), ইমরান (২০), সবুজসহ (১৭) ২৩ জন। এ সময় দুটি মাইক্রো জব্দ করা হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, রোববার সেনবাগ উপজেলায় তৃতীয় ধাপে ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় অনুষ্ঠিত্য ইউপি নির্বাচনে সহিংসতা সৃষ্টি করার জন্য তারা জড়ে হয়েছেন বলে নিশ্চিত করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা