২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নোয়াখালীতে যৌতুকের জন্য গৃহবূধকে পিটিয়ে হত্যা

নোয়াখালীতে যৌতুকের জন্য গৃহবূধকে পিটিয়ে হত্যা - ছবি : নয়া দিগন্ত

নোয়াখালীর সদর উপজেলায় যৌতুকের টাকার জন্য এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ফকিরপুর এলাকার ইঞ্জিনিয়ারের বাড়িতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো: শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নিহত শিরিন আক্তার (২০) সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের ইদ্রিস হাওলাদার বাড়ির মো: সেলিমের মেয়ে।

এসপি বলেন, গৃহবধূ শিরিনকে যৌতুকের টাকার জন্য তার শ্বশুর, শাশুড়ি, ও ভাসুর মারধর করে গত মঙ্গলবার রাতে। পরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় তাকে। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। খবর পেয়ে সুধারাম থানার পুলিশ বুধবার সন্ধ্যায় হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় আইগত প্রদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।


আরো সংবাদ



premium cement