২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিদ্যুৎস্পৃষ্টে ঢাকা কলেজের শিক্ষার্থী আবদুল্লার মৃত্যু

আবদুল্লাহ আল খিদরি - ছবি : নয়া দিগন্ত

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকা কলেজের মাস্টার্স ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল খিদরির মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টের এ ঘটনা ঘটে। পরে তাকে লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খিদরির গ্রামের বাড়ি কুমিল্লা জেলার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের রসুলপুর গ্রামে।

বিষয়টি নিশ্চিত করেছেন আবদুল্লাহ আল খিদরির বন্ধু মো: শাহাবুদ্দিন।

তিনি বলেন, খিদরির নিজ বাসার একটি লাইটের সংযোগ নষ্ট হয়ে যায়। সংযোগটি ঠিক করার জন্য সুইচবোর্ড খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। তার বাবা সৌদি থেকে ফেরার পর আগামীকাল জানাজা অনুষ্ঠিত হবে।


আরো সংবাদ



premium cement