পানির দাম বাড়াচ্ছে চট্টগ্রাম ওয়াসা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ নভেম্বর ২০২১, ২০:১০
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ বলেন, ‘চট্টগ্রাম ওয়াসার আর্থিক সক্ষমতা বাড়াতে পানির দাম পাঁচ শতাংশ হারে বাড়ানোর বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।’
আবাসিক-অনাবাসিক খাতে পানির দাম পাঁচ শতাংশ হারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত।
এ নিয়ে গত তিন অর্থবছরে তিনবার পানির দাম বাড়াল চট্টগ্রাম ওয়াসা।
নতুন দর অনুযায়ী, আবাসিক খাতে প্রতি হাজার লিটার পানির দাম হবে ১৩ টাকা দুই পয়সা। আর অনাবাসিক খাতে ৩১ টাকা ৮২ পয়সা।
বোর্ড সভায় বৃহস্পতিবার এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ।
তিনি বলেন, ‘চট্টগ্রাম ওয়াসার আর্থিক সক্ষমতা বাড়াতে পানির দাম পাঁচ শতাংশ হারে বাড়ানোর বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।’
২০২০ সালের ১ মার্চ সবশেষ চট্টগ্রাম ওয়াসা আবাসিক ও অনাবাসিক খাতে পাঁচ শতাংশ হারে পানির দর বাড়িয়েছিল। সে হিসেবে বর্তমানে আবাসিক ও অনাবাসিক খাতে প্রতি হাজার লিটারে পানির দাম যথাক্রমে ১২ টাকা ৪০ পয়সা ও ৩০ টাকা ৩০ পয়সা।
সংস্থাটির তথ্যমতে, বর্তমানে চট্টগ্রাম ওয়াসার বিলযোগ্য মোট সংযোগ ৭৭ হাজার ২৬৫। এর মধ্যে আবাসিক সংযোগ ৭১ হাজার ৯৯, অনাবাসিক খাতে ৫ হাজার ২৭৩টি। বর্তমান সংযোগের মধ্যে পানির ব্যবহার আবাসিক খাতে ৯৩ শতাংশ, অনাবাসিক খাতে ৭ শতাংশ।
পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন আইন ১৯৯৬ এর ২২ (২) ধারা অনুযায়ী, প্রতি অর্থবছরে চট্টগ্রাম ওয়াসা বোর্ড কর্তৃপক্ষ মুদ্রাস্ফীতির কারণে পাঁচ শতাংশ হারে পানির দাম সমন্বয় করতে পারে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা