২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

হালদা নদীতে আরো একটি মৃত ডলফিন উদ্ধার

হালদা নদীতে আরো একটি মৃত ডলফিন উদ্ধার - ছবি : সংগৃহীত

চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে আরো একটি মৃত্যু ডলফিন উদ্ধার করা হয়েছে। এ নিয়ে তিন দিনের ব্যবধানে দু’টি মৃত ডলফিন উদ্ধার হলো। নৌপুলিশ জানায়, সোমবার সকালে হাটহাজারী উপজেলার রামদাস মুন্সীরহাট এলাকায় থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।

হালদা গবেষক অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া জানান, সকালে নদীতে ডলফিন ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে জানায়। পরে নৌপুলিশ নদী থেকে মৃত ডলফিনটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করে।

তিনি বলেন, মাছ ধরার জালের কারণে ডলফিনটির মৃত্যু হতে পারে। পরে নৌপুলিশের সহযোগিতায় সেটিকে মাটিচাপা দেয়া হয়।

এর আগে, গত ৩০ সেপ্টেম্বর নৌপুলিশ একই এলাকা থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেছিল।

পরিবেশবিদদের জরিপে দেখা গেছে, হালদায় লাল ডলফিন ছিল ১৭০টি। পরিবেশবাদি ও হালদা তীরবর্তী মানুষের অভিযোগ, যান্ত্রিক নৌযান ও বালুবাহী ড্রেজারের ডুবন্ত যান্ত্রিক পাখার আঘাতে ডলফিনগুলো মারা যাচ্ছে।

প্রসঙ্গত, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত হালদা নদী থেকে ৩১ মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মৃত ডলফিনের বেশির ভাগের গায়ে আঘাতের চিহ্ন ছিল। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত অতি বিপন্ন প্রজাতির মিঠাপানির ডলফিন। সংস্থাটির মতে বিশ্বের বিভিন্ন নদীতে এ জাতীয় ডলফিন আছে মাত্র ১ হাজার ১০০টি।

সূত্র : ইউএনবি

দেখুন:

আরো সংবাদ



premium cement
ডুয়েটে ‘বিজয় ২৪ হল’ উদ্বোধন রাইডিং শেয়ারিং চালকের কারণে গাড়ি থেকে লাফ দিলেন নায়িকা চালক ও পথচারীদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা যুক্তরাষ্ট্রের উদ্দেশে শরণার্থীদের সকল প্রকার ভ্রমণসূচি বাতিল বাংলাদেশে বেসরকারি খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র দাফতরিক কাজে শেখ হাসিনার শ্লোগান সম্বলিত লোগো ব্যবহার চুরি যাওয়া অর্থ ফেরাতে বিদেশী বন্ধুদের সহায়তা চান প্রধান উপদেষ্টা গাজা জয় লাভ করেছে : ইরানের সর্বোচ্চ নেতা ‘শীতার্তদের পাশে দাঁড়ানো করুণা নয়, নৈতিক দায়িত্ব’ পরিবেশগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বৈঠক এস কে সুর পরিবারের ব্যাংকে থাকা লকার জব্দের আদেশ

সকল