২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হালদা নদীতে আরো একটি মৃত ডলফিন উদ্ধার

হালদা নদীতে আরো একটি মৃত ডলফিন উদ্ধার - ছবি : সংগৃহীত

চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে আরো একটি মৃত্যু ডলফিন উদ্ধার করা হয়েছে। এ নিয়ে তিন দিনের ব্যবধানে দু’টি মৃত ডলফিন উদ্ধার হলো। নৌপুলিশ জানায়, সোমবার সকালে হাটহাজারী উপজেলার রামদাস মুন্সীরহাট এলাকায় থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।

হালদা গবেষক অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া জানান, সকালে নদীতে ডলফিন ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে জানায়। পরে নৌপুলিশ নদী থেকে মৃত ডলফিনটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করে।

তিনি বলেন, মাছ ধরার জালের কারণে ডলফিনটির মৃত্যু হতে পারে। পরে নৌপুলিশের সহযোগিতায় সেটিকে মাটিচাপা দেয়া হয়।

এর আগে, গত ৩০ সেপ্টেম্বর নৌপুলিশ একই এলাকা থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেছিল।

পরিবেশবিদদের জরিপে দেখা গেছে, হালদায় লাল ডলফিন ছিল ১৭০টি। পরিবেশবাদি ও হালদা তীরবর্তী মানুষের অভিযোগ, যান্ত্রিক নৌযান ও বালুবাহী ড্রেজারের ডুবন্ত যান্ত্রিক পাখার আঘাতে ডলফিনগুলো মারা যাচ্ছে।

প্রসঙ্গত, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত হালদা নদী থেকে ৩১ মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মৃত ডলফিনের বেশির ভাগের গায়ে আঘাতের চিহ্ন ছিল। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত অতি বিপন্ন প্রজাতির মিঠাপানির ডলফিন। সংস্থাটির মতে বিশ্বের বিভিন্ন নদীতে এ জাতীয় ডলফিন আছে মাত্র ১ হাজার ১০০টি।

সূত্র : ইউএনবি

দেখুন:

আরো সংবাদ



premium cement
ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা সুদানে গৃহযুদ্ধে নিহতের সংখ্যা আগের হিসাবকে বহুগুনে ছাড়িয়ে গেছে, বলছে গবেষণা চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০ শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম : প্রেস উইং হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্র-বিরতি চুক্তি জয় দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগ্রেসরা সহজ জয়ে সিরিজে সমতা পাকিস্তানের

সকল