সাবেক এমপি শামছুল ইসলাম রিমান্ড শেষে কারাগারে
- সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা
- ০১ অক্টোবর ২০২১, ১৮:৩৪
চট্টগ্রামের সীতাকুণ্ড কুমিরাস্থ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থ আত্মসাৎ মামলায় দু’দিনের রিমান্ড শেষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, জামায়াত নেতা ও সাবেক এমপি মাওলানা শামছুল ইসলামকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৫ আগস্ট ওই বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হুমায়ুন কবির সীতাকুণ্ড থানায় শামছুল ইসলামসহ ১০ জনের বিরুদ্ধে ১৪ কোটি ৮ লাখ ৮৮ হাজার টাকা অর্থ আত্মসাতের একটি মামলা করেন। এরপর গত সোমবার চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনের আদালতে শুনানি হলে এতে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আদালতের নির্দেশে বুধবার ও বৃহস্পতিবার অর্থ আত্মসাতের বিষয়ে সীতাকুণ্ড থানায় এনে শামছুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানে হয়েছে।
এর আগে ১০ সেপ্টেম্বর জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য মাওলানা আ ন ম শামসুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ওই দিন বিকেলে ভাটারা থানা পুলিশ তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে উপস্থাপন করে সন্ত্রাস বিরোধী আইনের এক মামলায় আসামি হিসেবে ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তাকে চার দিনের রিমান্ড দেন। এ সময় মাওলানা শামসুল ইসলামের সাথে আটক তার বাবুর্চি ইমাম হোসেনকেও চার দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন আদালত।
গত ৬ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ ৯ জনকে আটক করে পুলিশ। পরে রাতে ভাটারা থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয় অনেককে। ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মাওলানা শামসুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক কাজী জুনায়েদ আলী মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা