সাবেক মন্ত্রী বিনয় কুমার দেওয়ানের পরলোকগমন
- রাঙ্গামাটি সংবাদদাতা
- ২১ জুলাই ২০২১, ১২:৩৬
এরশাদ সরকারের সাবেক মন্ত্রী বিনয় কুমার দেওয়ান বার্ধক্যজনিত কারণে রাঙ্গামাটির ২ নম্বর পাথরঘাটার নিজ বাসভবনে আজ বুধবার ভোরে মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ১০১ বছর। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
বিনয় কুমার দেওয়ান ১৯২৫ সালের ৯ মার্চ রাঙ্গামাটির বড়াদমে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সনে তিনি বড়াদম মৌজার হেডম্যান নিযুক্ত হন। তিনি হেডম্যান এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন।
তিনি কয়েক মেয়াদে ১৯৭০ থেকে ১৯৮৫ সন পর্যন্ত মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বহাল ছিলেন। এছাড়া ১৯৮৪ -৮৫ সনে রাঙ্গামাটি পৌরসভার ভাইস চেয়ারম্যান নিযুক্ত হন। তিনি ১৯৮৬ সন থেকে রাঙ্গামাটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হন।১৯৮৭ সালে তাকে পূর্ণ মন্ত্রীর পদমর্যাদায় রাষ্ট্রপতির উপদেষ্টা পদে নিযুক্ত করা হয়। ১৯৯০ সন পর্যন্ত তিনি এ পদে বহাল ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা