২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কোম্পানীগঞ্জে ৪৮ ঘণ্টা হরতালের ডাক

কোম্পানীগঞ্জে ৪৮ ঘণ্টা হরতালের ডাক - ছবি- সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের গাড়িতে হামলা, ভাঙচুর ও গুলির প্রতিবাদে কোম্পানীগঞ্জে ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয়া হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বসুরহাটে দুর্বৃত্তদের চালানো ওই হামলার পর বাদল সমর্থিত আওয়ামী লীগ নেতা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগ্নে মাহবুব রশিদ মঞ্জু বেলা ১১টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে এ ঘোষণা দেন।

মঞ্জু বলেন, সকালে বাদল ও আলাল চাপরাশিরহাট থেকে বসুরহাট হয়ে ঢাকা যাচ্ছিলেন। গত পাঁচ মাস ধরে কোম্পানীগঞ্জে (সবুরহাট মেয়র কাদের মির্জা গ্রুপ) অশান্তি সৃষ্টিকারীরা গতকাল শুক্রবার বিকেলেও পৌর হলে এক অনুষ্ঠানে সেতুমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে গালিগালাজ করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ এখন পর্যন্ত কদের মির্জার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। ‘আগামী ৪৮ ঘণ্টা কোম্পানীগঞ্জে হরতাল পালন করা হবে’।

এর আগে গাড়িতে হামলায় বাদল ও তার সহযোগী হাসিব আহসান আলাল গুরুতর আহত হন। বসুরহাটে ওই হামলার পর হামলাকারীরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

এ ঘটনার প্রতিবাদে বাদল সমর্থকরা সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেছে। পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ বলছে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, বাদল ও আলাল শনিবার সকালে ঢাকা যাওয়ার পথে বসুরহাট উত্তর বাজারের স্থানীয় কাউন্সিলর আঞ্জুর ব্যবসাপ্রতিষ্ঠান শফি ট্রেডার্সের সামনে রাজনৈতিক প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন। থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ দিকে প্রত্যক্ষদর্শীরা জানায়, কোম্পানীগঞ্জে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। র‌্যাব ও পুলিশ বসুরহাট বাজারে টহল দিচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ অবস্থান করছে। পরিস্থিতি থমথমে রয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় বাদল সমর্থিত কর্মীরা রাস্তায় গাছ ফেলে অবরোধ করে রাখেছে।


আরো সংবাদ



premium cement
এলএনজি, সার ও চাল সংগ্রহ করবে সরকার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায় যেকোনো দিন ‘বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান’ বেতন পেয়ে অবরোধ প্রত্যাহার করলেন বেক্সিমকোর শ্রমিকরা ঢাবিতে বিশ্ব দর্শন দিবস পালিত দীর্ঘমেয়াদি সংস্কার নির্বাচিত সরকার ছাড়া অসম্ভব : আনু মুহাম্মদ হবিগঞ্জের মামলায় ব্যারিস্টার সুমন ২ দিনের রিমান্ডে রোহিঙ্গা সঙ্কট সমাধানে জাতিসঙ্ঘে সম্মেলন হবে বঞ্চিত প্রকাশনীগুলোকে ২০২৫-এর বইমেলায় স্টল বরাদ্দের দাবি চারটি সংস্কার করলেই নির্বাচনের লেবেল প্লেয়িং ফিল্ড হবে সিঙ্গাপুর থেকে ২ কার্গো এলএনজিসহ ১৬ ধরনের কেনাকাটার অনুমোদন

সকল