সোনাগাজীতে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত
- সোনাগাজী (ফেনী) সংবাদদাতা
- ৩১ মে ২০২১, ১০:৪৭
ফেনীর সোনাগাজী চরদরবেশ ইউনিয়নের হাদা ব্যাপারী দোকান এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বেলায়েত হোসেন বেলাল (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার সহোদর মো: মাসুদ (৩৫)।
সোমবার ভোর ৫টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করেছে।
পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, হাদা ব্যাপারী দোকান এলাকার আবদুল শুক্বুরদের সাথে প্রতিবেশী বেলায়েত হোসেন বেলালের সাথে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। সোমবার ভোর ৫টার দিকে বেলায়েত হোসেন বেলাল ও তার সহোদর মাসুদ তাদের বাড়ির পাশে মহিষের দুধ সংগ্রহ করতে গেলে আবুল হাসেমের নেতৃত্বে বেলাল ও মাসুদের ওপর অতর্কিত হামলা করে। একপর্যায়ে তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে আহতদেরকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলায়েত হোসেন বেলালের মৃত্যু হয়। তার সহোদর আহত মাসুদ ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ আবদুল শুক্বুর (৭০), তার ছেলে আবুল হাসেম (৪৫), ভাই আবদুল মালেক (৭৫), জামাই নিজাম উদ্দিন (৪২), নাতি মিন্টু (২৫), বাহার উল্যাহ (৩০) ও শেখ ফরিদসহ (২৫) সাতজনকে গ্রেফতার করেছে।
এ ঘটনায় নিহতের ভাই ননা মিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আব্দুর রহিম সরকার কৃষক নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।