২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নবীনগর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর বারান্দা থেকে লাশ উদ্ধার

নবীনগর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর বারান্দা থেকে লাশ উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা কমপ্লেক্সের ভিতর জনস্বাস্থ্য প্রকৌশলীর পুরাতন ভবনের বারান্দা থেকে একটি লাশ উদ্ধার করেছে নবীনগর থানার পুলিশ। ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

জানা যায়, রোববার রাতে নবীনগর উপজেলা কমপ্লেক্সের ভিতর, জনস্বাস্থ্য প্রকৌশলীর পুরাতন ভবনের বারান্দায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে শুয়ে থাকতে দেখতে পেয়ে পাহারাদার তাকে ওই স্থান থেকে চলে যাওয়ার জন্য বারবার বলছিলেন। কিন্ত কোনো সাড়া শব্দ না পেয়ে বিষয়টি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী খোরশেদ আলমকে জানানোর পর তিনিও এসে তাকে ডাকাডাকি করতে থাকেন। একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে উঠাতে গিয়ে দেখা যায়, লোকটি মরে পরে আছে। ওই ব্যক্তির মুত্যুর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকতাকে অবহিত করেন জনস্বাস্থ্য প্রকৌশলী। উপজলো নির্বাহী কর্মকর্তা বিষয়টি জানতে পেরে তিনি পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক বলেন, জনস্বাস্থ্য প্রকৌশলীর পুরাতন ভবনের বারান্দায় এক ব্যক্তির লাশ পরে রয়েছে এই সংবাদ পেয়ে সাথে সাথে বিষয়টি আমি পুলিশকে জানানোর পর তারা এসে লাশ উদ্ধার করে নিয়ে গেছে।

নবীনগর থানার ওসি (তদন্ত) নুরে আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পুরুষ ( ৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট করা হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। আশপাশের লোকজন জানিয়েছে যে এ লোকটি প্রায় সময়ই এই দিক দিয়ে ঘুরা ফেরা করত। ধারণা করা হচ্ছে, লোকটি মানসিক রোগী। সোমবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। কেউ ওই ব্যক্তিকে চিনে থাকলে তাকে ০১৩২০-১১৫০৯০ (ডিউটি অফিসার নবীনগর থানা) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
ট্রেন দুর্ঘটনার প্রতিবাদে সার্বিয়ার রাজধানীতে বিক্ষোভ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে ফেনীতে প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু দৌলতদিয়ায় ৫২ হাজারে পদ্মার বোয়াল বিক্রি দেশের মেরিন অ্যাকাডেমিগুলোকে আন্তর্জাতিক মানের করা হবে : নৌ-পরিবহন উপদেষ্টা গণঅভ্যুত্থানের চেতনার আলোকে বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : অধ্যাপক মুজিবুর সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের নামে মামলা ইমরান খান ও বুশরার বিরুদ্ধে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় স্থগিত এখন পর্যন্ত পুতিন-ট্রাম্প বৈঠকের আয়োজনের জন্য কোন বাস্তব তাগিদ নেই : ক্রেমলিনের মুখপাত্র চা উৎপাদনের লক্ষ্যমাত্রা গতবারের চেয়ে বেশি হবে : টি বোর্ড চেয়ারম্যান

সকল