২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কর্ণফুলীতে অয়েল ট্যাংকারে অগ্নিকাণ্ডে নিহত ২

কর্ণফুলীতে অয়েল ট্যাংকারে অগ্নিকাণ্ডে দুইজন নিহত হয়েছেন। - ছবি : ইউএনবি

চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে অয়েল ট্যাংকারে অগ্নিকাণ্ডে দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

তবে এ সময় আবু সুফিয়ান (৪৭), সাহাবুদ্দিন (৬০) ও মনির হোসেন (৩৪) নামে আরো তিন জাহাজ শ্রমিক দগ্ধ হন। তাদের বাড়ি ফেনী জেলায়।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নদীর ৯ নম্বর জেটিতে সুপার রিফাইনারির রিক্রুট অয়েল বহনকারী ‘এমটি ইরামতি’ নামে অয়েল ট্যাংকারে এই অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর প্রায় চার ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস জানান, জাহাজের ইঞ্জিন রুমের ওয়েল সেকশন পাম্পে ইলেকট্রনিক্স শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, আহত অবস্থায় সকাল পৌনে ৯টার দিকে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে তাদের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। আহতদের মধ্যে মনির হোসেনের অবস্থা আশঙ্কামুক্ত হলেও আবু সুফিয়ান ও সাহাবুদ্দিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ট্যাংকারে থাকা এক কর্মচারীর বরাত দিয়ে নিউটন দাস জানান, ট্যাংকারটি ব্রাহ্মণবাড়িয়া থেকে অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রাম আসে। কর্ণফুলি নদীর ৯ নম্বর ঘাটের কাছাকাছি আসার পর এর ইঞ্জিন রুমে বিস্ফোরণ হলে আগুন লেগে যায়।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
মণিপুরে আরো ১০ হাজার জওয়ান পাঠাচ্ছে ভারত সরকার এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি 'সহানুভূতিসম্পন্ন' সব সংস্কার শেষে নির্বাচনের পক্ষে ৬৫.৯ ভাগ মানুষ সোনার দেশ- এটিই হবে ভবিষ্যতের বাংলাদেশ জুলাই বিপ্লবে আহত বাবুকে নেয়া হচ্ছে থাইল্যান্ড সৈন্যের বিনিময়ে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া! প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল

সকল