মুনিয়ার দাফন সম্পন্ন
- কুমিল্লা সংবাদদাতা
- ২৭ এপ্রিল ২০২১, ২০:২৯
কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ আসর তাকে কুমিল্লা নগরীর টমছমব্রিজ কবরস্থানে দাফন করা হয়।
তার আগে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুনিয়ার লাশের ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় তার বড় বোনের বাসায় নিয়ে আসা হয়। এসময় উৎসুক জনতা বাসাটির আশপাশে ভিড় জমায়।
মুনিয়া নগরীর মনোহরপুরের উজির দীঘির দক্ষিণপাড় এলাকার বাসিন্দা মৃত বীর মুক্তিযোদ্ধা ও শহর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সফিকুর রহমানের মেয়ে।
তার মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।
পুলিশ কর্তৃক ওই কলেজছাত্রীর লাশ উদ্ধারের পর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে একমাত্র আসামি করে রাজধানীর গুলশান থানায় মামলা দায়ের করেছেন তার বড় বোন নুসরাত জাহান।
এদিকে মুনিয়ার দুটি মোবাইলের কল লিস্টে তার মৃত্যুর কারণ থাকতে পারে বলে দাবি পরিবারের।
জানা যায়, মুনিয়া রাজধানীর মিরপুর ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল। এবার এ প্রতিষ্ঠান থেকে তার এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল।
সোমবার রাতে রাজধানীর গুলশান এলাকার একটি ফ্ল্যাট থেকে ওই কলেজছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা