২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
লহ্মীছড়িতে কৃষকদের প্রণোদনা

৪০০ কৃষক পেলেন সার বীজ

৪০০ কৃষক পেলেন সার বীজ - ছবি - নয়া দিগন্ত

খাগড়াছড়ির লহ্মীছড়ি উপজেলায় ৪০০ কৃষকদের মাঝে সোমবার সার ও ধানবীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসের উদ্যেগে প্রণোদনা হিসেবে এগুলো দেয়া হলো।

সোমবার সকালে লহ্মীছড়ি উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইয়াছিন, খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মর্তুজা আলী, উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভূইয়া, উপজেলাকৃষি সম্প্রসরাণ কর্মকর্তা মো. সোহরাব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু চাকমা দিপান্তর ও সমুনা চাকমাসহ উপসহকারি কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

৪০০ প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি উচ্চ ফলনশীল উন্নত জাতের ধানবীজ ও ৩০ কেজি হারে সার বিতরণ করা হয়। করোনা পরিস্থিতিতে কৃষকদের আর্থিক সহায়তা পুষিয়ে নিতে প্রণোদনা হিসেবে এই সার ও বীজ বিতরণ করা হচ্ছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।


আরো সংবাদ



premium cement