২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চাঁদপুরে ৪ চোখ দুই মাথাওয়ালা ছাগলের বাচ্চার জন্ম

চাঁদপুরে ৪ চোখ দুই মাথাওয়ালা ছাগলের বাচ্চার জন্ম - ছবি : নয়া দিগন্ত

চাঁদপুরে দুই মাথাওয়ালা ছাগলের বাচ্চার জন্ম হয়েছে। ছাগলের বাচ্চাটির চারটি চোখ, দুটি মুখ, দুটি মাথা, দুটি কান রয়েছে। ছাগলের বাচ্চাটি এক নজর দেখতে প্রতিদিন উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন।

চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নে দুই নম্বর ওয়ার্ডে গাজী বাড়ির জাহানারা বেগম পাঁচ বছর ধরে দেশি জাতের একটি ছাগল লালন-পালন করেন। গত বুধবার দুপুরে দেশি জাতের ছাগলটি দুই মাথাওয়ালা ছাগলের বাচ্চার জন্ম দিয়েছে।

ছাগলের মালিক জাহানারা বেগম বলেন, দেশি জাতের ছাগলটি অস্থিরতা বোধ করার পর একটি বাচ্চার জন্ম দেয়। ছাগলের বাচ্চাটি শরীর ও পা স্বাভাবিক হলেও মাথাটি অস্বাভাবিক ছিল। বাচ্চাটির দুটি মাথা, চারটি পা, দুটি চোখ, দুটি মুখ ও দুটি কান রয়েছে। ছাগল ও তার বাচ্চা এখন পর্যন্ত সুস্থ রয়েছে। দুই মাথাযুক্ত বাচ্চাটিকে হাত দিয়ে ধরে খাওয়াতে হয়। একটি খেলে আরেকটির মুখে চলে যায়।

জাহানারা বেগমের ছেলে মো: জাফর গাজী বলেন, দুই মাথাযুক্ত ছাগলের বাচ্চাটি একা খেতে পারে না। তাই দুধ তুলে খাওয়াতে হয়। এমন বাচ্চা আগে কখনো দেখিনি। আল্লাহর কাছে প্রার্থনা বাচ্চাটি বেঁচে থাকুক। দুই মাথাওয়ালা ছাগলের বাচ্চাটি দেখতে শতশত লোক বাড়িতে আসে।

স্থানীয় মো: লুৎফর রহমান বলেন, ঘটনাটি এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে। আল্লাহ ভালো জানেন কীভাবে এটির জন্ম হয়েছে। বাচ্চাটির দুটি মাথা হলেও দেখতে খুব সুন্দর।

চাঁদপুর জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো: বখতিয়ার উদ্দিন বলেন, বিভিন্ন জায়গা থেকে প্রায়ই খবর আসে দু’মাথাওয়ালা পশুর জন্ম হয়েছে। এটি আসলে জীনগত ক্রুটির কারণে হয়ে থাকে।


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল