২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চাঁদপুরে ৪ চোখ দুই মাথাওয়ালা ছাগলের বাচ্চার জন্ম

চাঁদপুরে ৪ চোখ দুই মাথাওয়ালা ছাগলের বাচ্চার জন্ম - ছবি : নয়া দিগন্ত

চাঁদপুরে দুই মাথাওয়ালা ছাগলের বাচ্চার জন্ম হয়েছে। ছাগলের বাচ্চাটির চারটি চোখ, দুটি মুখ, দুটি মাথা, দুটি কান রয়েছে। ছাগলের বাচ্চাটি এক নজর দেখতে প্রতিদিন উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন।

চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নে দুই নম্বর ওয়ার্ডে গাজী বাড়ির জাহানারা বেগম পাঁচ বছর ধরে দেশি জাতের একটি ছাগল লালন-পালন করেন। গত বুধবার দুপুরে দেশি জাতের ছাগলটি দুই মাথাওয়ালা ছাগলের বাচ্চার জন্ম দিয়েছে।

ছাগলের মালিক জাহানারা বেগম বলেন, দেশি জাতের ছাগলটি অস্থিরতা বোধ করার পর একটি বাচ্চার জন্ম দেয়। ছাগলের বাচ্চাটি শরীর ও পা স্বাভাবিক হলেও মাথাটি অস্বাভাবিক ছিল। বাচ্চাটির দুটি মাথা, চারটি পা, দুটি চোখ, দুটি মুখ ও দুটি কান রয়েছে। ছাগল ও তার বাচ্চা এখন পর্যন্ত সুস্থ রয়েছে। দুই মাথাযুক্ত বাচ্চাটিকে হাত দিয়ে ধরে খাওয়াতে হয়। একটি খেলে আরেকটির মুখে চলে যায়।

জাহানারা বেগমের ছেলে মো: জাফর গাজী বলেন, দুই মাথাযুক্ত ছাগলের বাচ্চাটি একা খেতে পারে না। তাই দুধ তুলে খাওয়াতে হয়। এমন বাচ্চা আগে কখনো দেখিনি। আল্লাহর কাছে প্রার্থনা বাচ্চাটি বেঁচে থাকুক। দুই মাথাওয়ালা ছাগলের বাচ্চাটি দেখতে শতশত লোক বাড়িতে আসে।

স্থানীয় মো: লুৎফর রহমান বলেন, ঘটনাটি এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে। আল্লাহ ভালো জানেন কীভাবে এটির জন্ম হয়েছে। বাচ্চাটির দুটি মাথা হলেও দেখতে খুব সুন্দর।

চাঁদপুর জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো: বখতিয়ার উদ্দিন বলেন, বিভিন্ন জায়গা থেকে প্রায়ই খবর আসে দু’মাথাওয়ালা পশুর জন্ম হয়েছে। এটি আসলে জীনগত ক্রুটির কারণে হয়ে থাকে।


আরো সংবাদ



premium cement
দেশের মেরিন অ্যাকাডেমিগুলোকে আন্তর্জাতিক মানের করা হবে : নৌ-পরিবহন উপদেষ্টা গণঅভ্যুত্থানের চেতনার আলোকে বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : অধ্যাপক মুজিবুর সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের নামে মামলা ইমরান খান ও বুশরার বিরুদ্ধে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় স্থগিত এখন পর্যন্ত পুতিন-ট্রাম্প বৈঠকের আয়োজনের জন্য কোন বাস্তব তাগিদ নেই : ক্রেমলিনের মুখপাত্র চা উৎপাদনের লক্ষ্যমাত্রা গতবারের চেয়ে বেশি হবে : টি বোর্ড চেয়ারম্যান ইয়েমেনের হাউছিদের বিরুদ্ধে ‘শক্তি, প্রত্যয়’ নিয়ে কাজ করার প্রতিশ্রুতি নেতানিয়াহুর স্ত্রী-মেয়েসহ সোলায়মান জোয়ার্দারের ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ নির্বাচনে জয়ী হওয়ার পেছনে মাস্কের নেপথ্য শক্তি হওয়াকে অস্বীকার ট্রাম্পের স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা ইসরাইলে হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরাকি মিলিশিয়ারা

সকল