২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

চসিকের দায়িত্ব থেকে বিদায় নিলেন প্রশাসক সুজন

চসিকের দায়িত্ব থেকে বিদায় নিলেন প্রশাসক সুজন - ছবি - সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক পদ থেকে বিদায় নিয়েছেন নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন। তার দায়িত্বের ১৮০ দিন সোমবার পূর্ণ হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

এতে বলা হয়, গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচিত পরিষদ দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক অত্যাবশ্যকীয় ও আর্থিক দায়িত্ব পালন করবেন।

মোজাম্মেল হক বলেন, ‘অফিস আদেশ পেয়েছি, আমি প্রশাসক মহোদয় থেকে দায়িত্ব বুঝে নিচ্ছি।’

বিদায়ী প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, ‘আমি মনে করেছিলাম গত ৫ আগস্ট দায়িত্ব নিয়েছি তাই আগামী ৫ ফেব্রুয়ারি দায়িত্ব হস্তান্তর করব। কিন্তু আমার মেয়াদের হিসাব করা হয়েছে ১৮০ দিন। তাই আমি আজকের মধ্যেই দায়িত্ব হস্তান্তর করে সিটি করপোরেশন ছেড়ে চলে যাচ্ছি।’

এর আগে, সোমবার নগরীর লালদিঘী পার্কে চসিকের ‘পিঠা উৎসব’ অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি বলেন, ‘আমার বিদায়ের দিন, একেবারে শেষ সময়। আমাকে ছয়টি মাসের জন্য নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) কেন দায়িত্ব দিয়েছিলেন তা আমি জানি না। আমি আমার সাধ্যমতো, আমার যত যোগ্যতা-দক্ষতা, আমার যা জানা ছিল সবকিছু দিয়েই চেষ্টা করেছি নগরবাসীর সেবা করতে। একটি উন্নত, বাসযোগ্য ও মানবিক শহর উপহার দেয়ার চেষ্টা করেছি। জানি না কতটুকু সফল হয়েছি।’

নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আমার কাজে যদি আপনারা সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আমাকে দোয়া করবেন। আর আমি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, আমি করজোড়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রশাসন চালাতে গিয়ে অনেক সময় কঠোর-কাঠিন্যের সাথে চলতে হয়েছে। মেহেরবানি করে আপনারা আমাকে মাফ করে দেবেন। বিশ্বাস করুন, জীবনের শপথ করে বলছি, আমি সততা নিয়ে চলেছি, অসততা করতে চাইনি। আমি যতটুকু পেরেছি, আপনাদের সেবা দেয়ার চেষ্টা করেছি।’

তিনি নবনির্বাচিত মেয়র রেজাউল করিমকে উদ্দেশ করে বলেন, ‘আমি আশা করি, তিনি এই শহরকে মানুষের বাসযোগ্য, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর একটি মানবিক শহর হিসেবে গড়ে তুলবেন।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। তিনি ৩ লাখ ৬৯ হাজার ২৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

গত ২৭ জানুয়ারি দিনভর ভোট গ্রহণের পর গণনা শেষে রাত ২টায় ফলাফল ঘোষণাকালে রেজাউল করিম চৌধুরীকে মেয়র পদে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান।

গত বছরের ১৬ ফেব্রুয়ারি চসিক নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল ইসি। ওই তফসিল অনুসারে ২৯ মার্চ নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। তবে দেশে করোনভাইরাস প্রাদুর্ভাবের কারণে ভোটগ্রহণের আট দিন আগে ২১ মার্চ তা স্থগিত করা হয়। পরে আইন অনুযায়ী চট্টগ্রাম সিটিতে প্রশাসক হিসেবে সুজনকে নিয়োগ দেয়া হয়েছিল।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement