মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় হতাহত ১০
- মানিকছড়ি সংবাদদাতা
- ২৪ জানুয়ারি ২০২১, ১৫:৫৪
মানিকছড়ি উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ওসমানপল্লী এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বাসযাত্রী নিহত ও ৯ জন গুরুতর আহত হয়েছেন। রোববার সকাল পৌনে ১১টায় উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ওসমানপল্লী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাসযাত্রীর নাম মো: আবদুল সাত্তার (৩২)। তিনি মানিকছড়ি গুচ্ছগ্রামের মো: রফিক মিয়ার ছেলে।
জানা যায়, ওই এলাকায় খাগড়াছড়িগামী চট্টমেট্রা-জ-১১-০৭১৫ বাসটি দু’টি পিকআপ গাড়িকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ১০ জন যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক ডা: মহিউদ্দীন গুরুতর আহত মো: আবদুল সাত্তারকে মৃত ঘোষণা করেন।
মানিকছড়ি থানার ওসি আমির হোসেন এ ঘটনা স্বীকার করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ আহতদের সু-চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের সহযোগিতা করেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা