২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আল কুরআনের শিক্ষা সর্বত্র ছড়িয়ে দিতে হবে : বাবুনগরী

আল কুরআনের শিক্ষা সর্বত্র ছড়িয়ে দিতে হবে : বাবুনগরী - সংগৃহীত

নূরাণী পদ্ধতির মাধ্যমে আল কুরআনের শিক্ষা সর্বত্র ছড়িয়ে দিতে হবে বলেছেন হেফাজতে ইসলামের আমীর ও নূরাণী তা'লীমুল কুরআন বোর্ড বাংলাদেশের চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী। মঙ্গলবার হাটহাজারীতে নূরানী বোর্ডের কেন্দ্রিয় কার্যালয়ে প্রশিক্ষণরত নবীন শিকদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মুসলিম শিশুদের স্বল্প সময়ে সহজে কুরআন শিক্ষার একটি সফল পদ্ধতির নাম হলো নূরাণী পদ্ধতি। বর্তমান সময়ে এই পদ্ধতিতে আল কুরআনের শিক্ষা দেশব্যাপী জনপ্রিয়তা ও সাফল্য লাভ করতে সক্ষম হয়েছে।

বুধবার সন্ধ্যায় হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী প্রেরিত বার্তায় জানা গেছে তা'লীমুল কুরআন বোর্ড বাংলাদেশের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে আল্লামা বাবুনগরী। তিনি বলেন, নূরানী বোর্ড হাটহাজারী মাদরাসার অধীনে পরিচালিত শিশু শিক্ষার একটি আদর্শ ও বোর্ড। পড়ালেখার মান ভাল থাকায় পুরো বাংলাদেশে এর সুনাম সুখ্যাতি রয়েছে। এ বোর্ডের সিলেবাস তথা পাঠ্যসূচির স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। উম্মুল মাদারিস হাটহাজারীর সাথে সম্পৃক্ত থাকায় এ বোর্ডের অবস্থান উপরে।

বোর্ডের নব নির্বাচিত চেয়ারম্যান জুনায়েদ বাবুনগরী প্রশিক্ষণরত নবীন শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, মহাগ্রন্থ আল-কুরআনের খেদমতে নিয়োজিত থাকা পরম সৌভাগ্যের। তাই এই শিক্ষকতাকে পেশা হিসেবে নয় কুরআনের খেদমত হিসেবে গ্রহণ করবেন। পিতৃস্নেহে কোমলমতি শিশুদের পড়াবেন এবং সর্বদা ছাত্র-ছাত্রীদের পড়া লেখার উন্নতি সাধনের জন্য ফিকির করবেন। কোন ছাত্র পড়া লেখায় অমনোযোগী হলে তাকে পিতৃসুলভ আচরণে বোঝাবেন। মনে রাখবেন আপনাদের হাত ধরেই আগামী প্রজন্মের উত্থান ঘটবে।

তিনি বলেন, নুরানী মাদরাসায় মুসলিম কচিকাচা শিশুদের বিশুদ্ধভাবে কুরআনের শিক্ষায় শিক্ষিত করলে ভবিষ্যত প্রজন্মকে আদর্শ ও উন্নত জাতিরূপে গড়ে তোলা সহজ হবে। প্রশিক্ষণ শেষে নিজ নিজ এলাকায় গিয়ে এখলাছ ও নিষ্ঠার সাথে কুরআনের খেদমতে নিয়োজিত হবেন। বেতন কম তাই বেশির পিছনে না পড়ে কুরআনের খেদমতে লেগে থাকবেন। আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে মেহনত করলে এই নুরানী পদ্ধতির মাধ্যমে সর্বত্র কুরআনের শিক্ষা ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের সাংগঠনিক সম্পাদক মাওলানা জমির উদ্দিন, প্রশিক্ষক ও পরিদর্শক মাওলানা মুহাম্মদ সলিমুল্লাহ খাঁন, মাওলানা মুহাম্মদ এমদাদ, মাওলানা মুহাম্মদ মনজুর, মাওলানা আবুল হাসেম, মাওলানা এনাম, মাওলানা হেলাল উদ্দীন, মাওলানা আনিছুল ইসলাম মাহমুদ, মাওলানা জামিল আহমদ ও মাওলানা মাসুদ প্রমূখ।


আরো সংবাদ



premium cement
বড় জয়ে স্বস্তি নিয়ে বছর শেষ করল রিয়াল মাদ্রিদ কুমিল্লায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩ পেশাদার ও দক্ষ বাংলাদেশী নিয়োগের আগ্রহী লিবিয়া কুড়িগ্রামে সূর্য উঁকি দিলেও মিলছে না উষ্ণতা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপ-প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত বাশারকে আশ্রয় দিলেও সব সম্পদ জব্দ করেছে রাশিয়া মণিপুরে হু হু করে ঢুকছে মিয়ানমারের পাচার হওয়া অস্ত্র! রিজওয়ানের নেতৃত্বে ইতিহাস পাকিস্তানের, ঘরের মাঠে ‘প্রথমবার’ চুনকাম দ. আফ্রিকা আজ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন উপদেষ্টা হাসান আরিফ ৪ বিলিয়ন ডলার আত্মসাত : টিউলিপকে জিজ্ঞাসাবাদ নিজের বিমানে ‘ঘুমিয়ে’ পড়েছিলেন বাইডেন!

সকল