১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

ডোবায় মিলল নবজাতকের লাশ

ডোবায় মিলল নবজাতকের লাশ - ছবি : নয়া দিগন্ত

নোয়াখালীর চাটখিলে ডোবা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল ৪টায় উপজেলার চাটখিল পৌরসভার দামালিয়া আবাসিক এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মাছচাষী আমির হোসেন তার মাছের খামারে কাজ করতে গিয়ে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশটি দেখতে পান। পরে তিনি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য নবজাতকের লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই নবজাতকের ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড (ডিএনএ) সংগ্রহ করে রাখা হবে।


আরো সংবাদ



premium cement