বেগমগঞ্জে বসতঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টা : গ্রেফতার ১
- মুহাম্মদ হানিফ ভূঁইয়া, নোয়াখালী
- ২১ নভেম্বর ২০২০, ১৯:৩৩
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ব্যাপারে বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।
শনিবার দুপুরে অভিযুক্ত মো: সেলিমকে (৫০) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি ওই উপজেলার ১৬ নম্বর কাদিরপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের সায়েদুল হকের ছেলে। সেলিমের এলাকায় কয়েকটি মৎস্য খামার রয়েছে।
জানা যায়, সম্প্রতি ওই গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রীকে তার বসতঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত সেলিম। এসময় তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে সেলিম পালিয়ে যান। পরে ঘটনাটি মীমাংসার চেষ্টা করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাহাব উদ্দিন। কিন্তু বিষয়টি থানা পুলিশের নজরে এলে শুক্রবার অভিযুক্ত মেলিমকে গ্রেফতার করা হয়। এঘটনায় ইউপি সদস্য সাহাব উদ্দিনকেও অভিযুক্ত করা হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান শিকদার বলেন, এ ব্যাপারে ওই ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা