ফ্রান্সে বিশ্বনবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ
- পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম)সংবাদদাতা
- ০৮ নভেম্বর ২০২০, ১৯:২৩
ফ্রান্সে বিশ্বনবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। রোববার বিকালে পটিয়া উপজেলার গাছবাড়িয়া সরকারী কলেজ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বরকল ছালামতিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবদুস ছাত্তারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল মালেক হালিম, মাওলানা আবদুল আলিম হালিম, মাওলানা হাবিব ইল্লাহ্, মাওলানা মফজল আহমেদ, মাওলানা ছৈয়দুল হক, মাওলানা আবু বক্কর, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা আনিসুর রহমান, মাওলানা আবুল হাশেম সাহেব চৌধুরী, মাওলান ইউসুফ মুরাদাবাদী, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা তাজুল ইসলাম, বশিরুল আলম, মুফতি হাছান, মাওলানা ইব্রাহিম, মাওলানা মোস্তাক আহমেদ মৌলানা আবু তৈয়ব, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা আবু তৈয়ব প্রমুখ।
চন্দনাইশ, সাতকানিয়া, পটিয়া ও আনোয়ারা থেকে ব্যানার ফ্যাস্টুন সহকারে কয়েক হাজার আলেম-ওলামা ও ছাত্র এবং স্থানীয় জনগণ, স্থানীয় মুসল্লীরা সমাবেশ স্থলে সমবেত হন। বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে।