১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

বান্দরবানে ধর্ষণের শিকার মানসিক প্রতিবন্ধী, ধর্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বান্দরবানে ধর্ষণের শিকার মানসিক প্রতিবন্ধী, ধর্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ - ছবি : নয়া দিগন্ত

বান্দরবানে এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে জামাল হোসেন (২৫) নামের এক ব্যক্তিকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। গতকাল সোমবার রাতে শহরের বাজার মসজিদ এলাকা থেকে স্থানীয় লোকজন অভিযুক্ত জামাল হোসেনকে আটক করে। পরে তাকে সেখানে গণপিটুনি দিয়ে সদর থানায় সোপর্দ করা হয়। আটককৃত জামাল হোসেনের বাড়ি পটুয়াখালীর দশমিনায়। তিনি শহরের ওয়াপদা ব্রিজ এলাকায় থাকে। বর্তমানে ধর্ষিতা প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা।

জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রাতে জামাল হোসেন শহরের নির্জন জায়গায় এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেন। পরে ওই প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানিয়েছেন, বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ দেখে স্থানীয়রা অভিযুক্ত জামাল হোসেনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। জমাল হোসেনের বিরুদ্ধে সদর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ জসিম ধর্ষণ মামলা দায়ের করেছেন।

এলাকার স্বেচ্ছাসেবক রাজেশ দাস জানিয়েছেন, ওই প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা নারী গত কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় স্বেচ্ছাসেবকরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরে এই ঘটনাটি জানাজানি হলে শহরের চাঞ্চল্য সৃষ্টি হয়।


আরো সংবাদ



premium cement