পার্বত্য চট্টগ্রামে ২১৭ কোটি টাকা ব্যয়ে ৪২ হাজার পরিবারে সোলার বিতরণের উদ্যোগ সরকারে
- বান্দরবান সংবাদদাতা
- ০১ সেপ্টেম্বর ২০২০, ১৮:০২
পার্বত্য তিন জেলায় বিদ্যুৎহীন এলাকার জনসাধারণের সুবিধার্থে সরকার ২১৭ কোটি টাকা ব্যয়ে ৪২ হাজার পরিবারের মধ্যে সোলার বিতরণের উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার সকালে বান্দরবানের সুয়ালক ইউনিয়ন পরিষদে স্থানীয়দের মাঝে সোলার বিতরণের সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দ্রুত এ প্রকল্পের কাজ শুরু হবে এবং প্রকল্পের কাজ সম্পন্ন হলে পার্বত্য দুর্গম এলাকাগুলো বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে। অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হাবিবুল হাসান, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান প্রমুখ।
মন্ত্রী পরে সুয়ালক এলাকায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে সুলতানপুর সড়কের উদ্বোধন ও ৩ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে রেইছা বাজার শেডের ভিত্তিপ্রস্তর প্রদান করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা