নোয়াখালীতে অপবাদ সহ্য করতে না পেরে স্কুলছাত্রীর আত্মহত্যা
- নোয়াখালী সংবাদদাতা
- ৩১ আগস্ট ২০২০, ২০:৫৩
নোয়াখালীর সুধারামের খলিফারহাট এলাকার রামহরি তালুক গ্রামে বখাটেদের দেয়া অপবাদ সহ্য করতে না পেরে আত্মহত্যা করলেন সপ্তম শ্রেণির স্কুলছাত্রী শিল্পী আক্তার। নিহতের পিতার নাম জসিম উদ্দিন। এ ঘটনায় সোমবার সকালে থানায় মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের শাকিলের সাথে স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন রোববার রাত সাড়ে আটটায় বাড়ির উঠানে প্রেমিকের সাথে কথা বলতে থাকে। একপর্যায়ে স্থানীয় বখাটে সোলেমানের নেতৃত্বে চারজন যুবক ওই স্কুল ছাত্রীর নানা রকম অপবাদ দেয়। একপর্যায়ে ওই ছাত্রী ঘরে গিয়ে আত্মহত্যা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠান। এ ঘটনায় মেয়ের মা কোহিনুর বেগম বখাটে সোলেমানসহ চারজনের বিরুদ্ধে সুধারাম থানায় মামলা করেছেন। পুলিশ রাতে প্রেমিক শাকিল আটক করলেও পরে ছেড়ে দেয়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) টমাস বড়ুয়া সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে শাকিলকে ছেড়ে দেয়ার কথা স্বীকার করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা