০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চট্টগ্রাম বন্দরে ২০ হাজার কেজি সুপারি জব্দ

চট্টগ্রাম বন্দরে ২০ হাজার কেজি সুপারি জব্দ - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রাম বন্দর দিয়ে ২ কনটেইনার ঘোষিত পন্যের সাথে ঘোষণা বহির্ভূতভাবে ২০ হাজার কেজি (২০মে:টন) সুপারি আমদানিকালে আটক করা হয়েছে। এ সুপারি অবৈধভাবে আমদানি করার মাধ্যমে ৩২ লাখ টাকা শুল্ক ফাকি দেয়ার চেষ্টা করা হচ্ছিল বলে জানিয়েছেন শুল্ক কর্মকর্তারা।

চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর (অডিট ইনভেস্টিগেশন এন্ড রিচার্স) শাখার সহকারী কমিশনার নূর এ হাসনা সানজিদা অনসূয়া নয়াদিগন্তকে জানান, আমদানিকারক চট্টগ্রামের নতুন চাক্তাই নওজোয়ান প্লাজার মেসার্স খান এ্যান্ড সন্স কর্তৃক থাইল্যান্ড হতে সুপারি ঘোষণায় একটি পণ্যচালান আমদানি করা হয়। যা খালাসের জন্য আমদানিকারকের পক্ষে সিএ্যান্ডএফ প্রতিনিধি মেরিনো ট্রেডার্স লিমিটেড চট্টগ্রাম কাস্টম হাউসে বি/ই সি-১০৫৮৯৫৭; তারিখ-০৫/০৮/২০২০ খ্রি: দাখিল করেন।

তিনি জানান, চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখা ও কাস্টমস গোয়েন্দা কর্তৃক গত মঙ্গলবার পণ্যচালান সংশ্লিষ্ট কন্টেইনার দুইটির পণ্য শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। ঘোষণা অনুযায়ী ৩৬ মেট্রিক টন সুপারি থাকার কথা থাকলেও পাওয়া যায় ৫৬ মেট্রিক টন অর্থাৎ ২০ মেট্রিক টন বেশি পাওয়া যায়। পণ্যচালানটিতে ৩২ লাখ টাকা শুল্ক ফাঁকির অপচেষ্টা করা হয় জানিয়ে তিনি বলেন, শুল্ক ফাঁকির বিষয়ে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।


আরো সংবাদ



premium cement