২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চন্দনাইশে অবৈধভাবে বালু তোলার দায়ে জ্বালিয়ে দেওয়া হলো ড্রেজার

চন্দনাইশে অবৈধভাবে বালু তোলার দায়ে জ্বালিয়ে দেওয়া হলো ড্রেজার - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের চন্দনাইশে নদী থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে একটি স্টিলবডির ড্রেজার জব্দ করে তা জ্বালিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ হোসেনের নেতৃত্বে এক ভ্রাম্যামাণ আদালতের অভিযানে এ ড্রেজার জ্বালিয়ে দেয়া হয়।

শঙ্খ নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার খবর পেয়ে এদিন দুপুর থেকে বিকাল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। এসময় স্থানীয় বদিউল আলমের মালিকানাধীন একটি ড্রেজার নদী থেকে অবৈধভাবে বালু তোলার সময় জব্দ করা হয় এবং পরে তা জ্বালিয়ে দেওয়া হয়।

অভিযানের খবর পেয়ে নদী থেকে বালু তোলার কাজে নিয়োজিত বেশ কিছু স্টিলবডির ড্রেজার বিভিন্ন পয়েন্ট দিয়ে পালিয়ে যায়। নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা, বৈলতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. আনোয়ারুল মোস্তফা দুলাল ও ইউপি সদস্য আবদুল হাই উপস্থিত ছিলেন।

নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তোলার দায়ে একটি ড্রেজার জব্দ করে জ্বালিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ হোসেন। তিনি নয়াদিগন্তকে জানান, কাউকেই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না।


আরো সংবাদ



premium cement

সকল