২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কুমিল্লায় শিক্ষার্থীদের মেস-বাসা ভাড়া মওকুফের দাবিতে মানববন্ধন

কুমিল্লায় শিক্ষার্থীদের মেস-বাসা ভাড়া মওকুফের দাবিতে মানববন্ধন - ছবি : নয়া দিগন্ত

কুমিল্লায় শিক্ষার্থীদের মেস-বাসা ভাড়া মওকুফের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও ছাত্র ঐক্য সংগ্রাম পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর কান্দিরপাড় পূবালী চত্ত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, নগরীতে বসবাসকারী নিম্ন-মধ্যবিত্ত ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালাতে হয়। করোনার এই দুর্যোগে সৃষ্ট বিরূপ পরিস্থিতিতে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় মহাসংকটে পড়েছে এসব শিক্ষার্থীরা। ইতোমধ্যেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেস-বাসা ভাড়া ৪০ শতাংশ মওকুফ ঘোষণা করা হয়েছে। শুধু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, জেলার সকল শিক্ষার্থীদের মেস-বাসা ভাড়া মওকুফের দাবি জানাচ্ছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্র ঐক্য সংগ্রাম পরিষদ নেতা এম.এ হামজা রহমান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সদস্য বিকাশ শীল ও সংগঠক ফারজানা আক্তার প্রমুখ। সঞ্চালনা করেন, ছাত্র ঐক্য সংগ্রাম পরিষদ নেতা মোহাম্মদ মহিউদ্দিন আকাশ। সমাবেশে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সংহতি প্রকাশ করে। মানববন্ধনের পর জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।


আরো সংবাদ



premium cement