২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কাপ্তাই হ্রদে ডুবে ২ শিশুর মৃত্যু

কাপ্তাই হ্রদে ডুবে ২ শিশুর মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

রাঙ্গামাটি শহরের বিজয় নগর এলাকায় কাপ্তাই হ্রদে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা বিজয় নগর এলাকার বাসিন্দা মোহন চাকমার ছেলে অন্তর চাকমা ও মিলন কান্তি চাকমার ছেলে আর্য জীবন চাকমা।

স্বজনরা জানান, দুপুরে দুই শিশু বাড়ির পাশে কাপ্তাই হদের কিনারে খেলতে গিয়ে আকস্মিক পানিতে পড়ে ডুবে যায়। খোঁজাখুজির কিছুক্ষণ পর শিশু দুটি হ্রদের পানিতে ভেসে উঠে। স্বজনরা তাদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আবুল বশর তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।


আরো সংবাদ



premium cement