কচুয়া উপজেলার বরখাস্তকৃত চেয়ারম্যান শিশির জেল হাজতে
- শরীফ চৌধুরী, চাঁদপুর
- ২৫ আগস্ট ২০২০, ১৪:৫৬, আপডেট: ২৫ আগস্ট ২০২০, ১৪:৫৮
চাঁদপুরের কচুয়া উপজেলার বরখাস্তকৃত চেয়ারম্যান শাহজাহান শিশিরকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
শিক্ষা প্রকৌশল অধিদফতরের চাঁদপুরের উপ-সহকারী প্রকৌশলী নুরে আলমকে ঘুষি, চর, থাপ্পড় মারা এবং বাঁশ দিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় দায়ের করা মামলায় মঙ্গলবার দুপুরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে এলে চাঁদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: কামাল হোসেন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১৯ জুলাই কচুয়া উপজেলা পরিষদ এলাকায় ‘কচুয়া বালিকা উচ্চ বিদ্যালয়’ নির্মাণ কাজ পরিদর্শনে গেলে উপজেলা চেয়ারম্যান ও তার সহযোগীদের মারধরের শিকার হন প্রকৌশলী নুরে আলম। এই ঘটনায় ওইদিন রাতেই নুরে আলম বাদী হয়ে কচুয়া থানায় চেয়ারম্যানসহ আরো দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. হেলাল উদ্দিন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাড. আজাদ হোসেন।
এই ঘটনায় গত ২৩ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে চেয়ারম্যান শাহজাহান শিশিরকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তার স্থলে প্যানেল চেয়ারম্যান সুলতানা খানমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়।
এদিকে, প্রকৌশলীকে মারধরের ঘটনাটি তদন্ত করার জন্য নির্দেশ দেয়া হয় স্থানীয় সরকার বিভাগ থেকে। নির্দেশ অনুযায়ী চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার ঘটনাটি তদন্ত করেন। বর্তমানে তদন্ত প্রতিবেদন স্থানীয় সরকার বিভাগে দাখিলের অপেক্ষা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা