কাপ্তাইয়ে বন্যহাতির তাণ্ডবে ২ দোকান ও ৬ বসতঘর ক্ষতিগ্রস্ত
- রাঙ্গামাটি সংবাদদাতা
- ২৫ আগস্ট ২০২০, ১৪:৪৪
রাঙ্গামাটি কাপ্তাই শিল্প এলাকা ও সুইডিশ মার্কেটে বন্যহাতির হামলায় দুটি দোকান ও ছয়টি বসতঘরের ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্তরা জানান, মঙ্গলবার ভোর রাতে বন্যহাতি বাসায় হামলা চালায়। পরিবার-পরিজন প্রাণে রক্ষা পেলেও লোকজনের মধ্যে আতংক বিরাজ করছে।
কাপ্তাই শিল্প এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ এক মাস যাবৎ একটি বন্যহাতি পার্শ্ববর্তী বন থেকে শিল্পএলাকা, সুইডিশ মার্কেট, কেপিএম চিপার হাউসসহ বিভিন্ন এলাকায় বিচরণ করছে। হাতিটি লোকালয়ে ঢুকে লোকজনের বসতভিটার কলাগাছ, নারিকেলগাছ সাবাড়ের পাশাপাশি বসতভিটা এবং সুইডিশ মার্কেটের জাকির হোসেন ও জয়নালের দোকান ভেঙ্গে মালামাল ক্ষতিগ্রস্ত করে।
ক্ষতিগ্রস্ত আবু ইউসুফ, মিন্টু মিয়া, ফারুক, হালিম, আব্দুল মালেক, ইকবাল ও কবির আহমদ বলেন, দীর্ঘ এক মাস যাবৎ হাতিটি রাতে কিংবা ভোররাতে এসে মানুষের বসতভিটার গাছপালা ভেঙ্গে সাবার করে দিচ্ছে। সর্বশেষ মঙ্গলবার ভোরে লোকালয়ে ঢুকে বাসাবাড়িতে এসে হামলা করছে।
এদিকে এলাকাবাসী জানায়, মানুষের এখন ঘরে থাকাটাও মুশকিল হয়ে পড়েছে। বিভিন্ন প্রকার বাঁশি বাজিয়ে, আগুন জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছেন। হাতিটি যেকোনো সময় বড় ধরনের ঘটনা ঘটার আগে বনবিভাগের একটি ব্যবস্থা নেয়া প্রয়োজন।
হাতির হামলার খবর পেয়ে বুধবার সকালে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মাহাবুব উল আলম ক্ষয়ক্ষতি দেখেন।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মাহাবুব উল আলম মনে করেন, বনের মধ্যে খাবার না পেয়ে হাতি লোকালয়ে এসে তাণ্ডব চালাচ্ছে। তিনি বলেন, বন্যহাতি আবারো এলে আতশবাজি ফুটিয়ে এদের তাড়ানোর চেষ্টা করতে হবে।