২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইয়াবা ব্যবসায়ীর বাড়ি গুড়িয়ে দিলো প্রশাসন

ইয়াবা ব্যবসায়ীর বাড়ি গুড়িয়ে দিলো প্রশাসন - নয়া দিগন্ত

হাটহাজারীতে ইয়াবা ব্যবসায়ীর বাড়ি গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহর নেতৃত্বে হাটহাজারী মডেল থানার পুলিশ গিয়ে উপজেলার মধ্য পাহাড়তলী মৌজার আদর্শ গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে সরকারি জায়গায় অবৈধভাবে নির্মিত ইয়াবা বাড়ি নামে খ্যাত এ বাড়িটি গুড়িয়ে দেয়া হয়। এসময় চার (৪) শতক জায়গা উদ্ধার করে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়।

জানা গেছে, ইয়াবা ব্যবসায়ী জনৈক মো. ইদ্রিস আদর্শ গ্রামে সরকারি জায়গায় বসতঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন মাদকদ্রব্য ও ইয়াবা ব্যবসার অপরাধে হাটহাজারী মডেল থানায় একাধিক মামলা রয়েছে। বিভিন্ন সময়ে গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে এসে ফের ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়ে।

পরে স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করলে বিষয়টি আমলে নিয়ে মাঠে নামে প্রশাসন। সোমবার পুলিশের সহযোগিতায় বাড়িটি গুড়িয়ে দিয়ে জায়গা সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসে।

উদ্ধারকৃত জায়গার মূল্য ৮ লক্ষ টাকা জানিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরীফ উল্যাহ জানান, নির্বাহী অফিসার রুহুল আমিনের নির্দেশনায় অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী ইদ্রিসের দখলে থাকা চার শতক সরকারি জায়গার উপর অবৈধভাবে নির্মিত বাড়িটি গুড়িয়ে দিয়ে জায়গাটি সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসি। বর্তমানে ইদ্রিস জেলে আছেন জানিয়ে তিনি আরো বলেন অভিযান অব্যাহত থাকবে।


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল