ইয়াবা ব্যবসায়ীর বাড়ি গুড়িয়ে দিলো প্রশাসন
- হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
- ২৪ আগস্ট ২০২০, ২১:৩৩
হাটহাজারীতে ইয়াবা ব্যবসায়ীর বাড়ি গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহর নেতৃত্বে হাটহাজারী মডেল থানার পুলিশ গিয়ে উপজেলার মধ্য পাহাড়তলী মৌজার আদর্শ গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে সরকারি জায়গায় অবৈধভাবে নির্মিত ইয়াবা বাড়ি নামে খ্যাত এ বাড়িটি গুড়িয়ে দেয়া হয়। এসময় চার (৪) শতক জায়গা উদ্ধার করে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়।
জানা গেছে, ইয়াবা ব্যবসায়ী জনৈক মো. ইদ্রিস আদর্শ গ্রামে সরকারি জায়গায় বসতঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন মাদকদ্রব্য ও ইয়াবা ব্যবসার অপরাধে হাটহাজারী মডেল থানায় একাধিক মামলা রয়েছে। বিভিন্ন সময়ে গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে এসে ফের ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়ে।
পরে স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করলে বিষয়টি আমলে নিয়ে মাঠে নামে প্রশাসন। সোমবার পুলিশের সহযোগিতায় বাড়িটি গুড়িয়ে দিয়ে জায়গা সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসে।
উদ্ধারকৃত জায়গার মূল্য ৮ লক্ষ টাকা জানিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরীফ উল্যাহ জানান, নির্বাহী অফিসার রুহুল আমিনের নির্দেশনায় অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী ইদ্রিসের দখলে থাকা চার শতক সরকারি জায়গার উপর অবৈধভাবে নির্মিত বাড়িটি গুড়িয়ে দিয়ে জায়গাটি সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসি। বর্তমানে ইদ্রিস জেলে আছেন জানিয়ে তিনি আরো বলেন অভিযান অব্যাহত থাকবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা