২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লাবনি-৩ ডুবি : ১ জনের লাশ উদ্ধার

উদ্ধারকৃত লাশ - ছবি : নয়া দিগন্ত

ভাষানচরের কাছে উদ্ধারকারী জাহাজ লাবনি-৩ ডুবির ঘটনায় শনিবার রাতে আবুল হাসেম (৫৫) নামে একজনের লাশ ডুবন্ত জাহাজের ভিতর থেকে উদ্ধার করেছে চট্রগ্রাম থেকে আসা ডুবুরি দল। রোববার সকালে হাতিয়া থানা পুলিশ তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। মৃত আবুল হাসেমের বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মোল্লাবাড়ি গ্রামে।

ডুবে যাওয়া জাহাজের মালিক আতিক উল্যাহ বাহার জানান, নিখোঁজ দু’জন হলেন লাবনি পাওয়ার-৩ জাহাজের মাস্টার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার রহিমপুর ইউনিয়নের গোলাফুর রহমানের ছেলে আবুল কালাম (৫৫) এবং জাহাজের বাবুর্চি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মোল্লাবাড়ি গ্রামের ছত্তার উল্লার ছেলে আবুল হাসেম (৫৫)।

উল্লেখ্য, চট্টগ্রাম থেকে ঢাকাগামী পণ্যবাহী লাইটার জাহাজ ভাষানচর সংলগ্ন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় চট্টগ্রাম থেকে উদ্ধার করতে আসে টাগবোট এমভি লাভনি-৩ বৈরী আবহাওয়া দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে হাতিয়া কোস্টগার্ড সদস্যরা বৃহস্পতিবার ভাষানচরের কাছে চার নাবিককে জীবিত উদ্ধার করলেও জাহাজে থাকা আরো দুই নাবিক নিখোঁজ হন।

এ ব্যাপারে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, উদ্ধারকৃত লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত জাহাজের এখনো একজন নিখোঁজ রয়েছে।


আরো সংবাদ



premium cement